খেলাধুলা

হঠাৎ এমন কী হলো ম্যানইউ অধিনায়কের?

হঠাৎ এমন কী হলো ম্যানইউ অধিনায়কের?


হঠাৎ এমন কী হলো ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের? ম্যানইউ সমর্থকদের মনে এ প্রশ্নটা ওঠা স্বাভাবিক। কারণ রেড ডেভিলদের জার্সিতে টানা ২৪১ ম্যাচ খেললেও লাল কার্ড দেখেননি কখনো।

আর সেই পর্তুগিজ তারকা টানা দুই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহামের বিপক্ষে ম্যাচে ৪২ মিনিটেই লাল কার্ড দেখেছিলেন তিনি। সে ম্যাচে ম্যানইউ হেরে যায় ৩-০ ব্যবধানে। সে দুঃখ ভুলতে নেমে একই কাজ করে বসেন ব্রুনো।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে ইউরোপা লিগের ম্যাচে পোর্তোর বিপক্ষে আবারও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এবার না হারলেও শেষ মুহূর্তে হ্যারি ম্যাগুয়ারের গোলে ৩-৩ ব্যবধানে সমতা নিয়ে ম্যাচ শেষ করে রেড ডেভিলরা।

কুড়ি মিনিটে দুই গোলের লিড- ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুটা ছিল স্বপ্নের মতো। ওই অবস্থা থেকে হারের শঙ্কা পেয়ে বসেছিল। ইউরোপা লিগে এফসি পোর্তোর মাঠ থেকে শেষপর্যন্ত ৩-৩ ড্র করে ফিরতে পেরেছে সাবেক ইংলিশ চ্যাম্পিয়নরা।

সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা চার ম্যাচ জয়শূন্য রেড ডেভিলরা। দলটির সর্বশেষ জয় ছিল ইএলএফ কাপে- বার্নসলের বিপক্ষে ৭-০ গোলে। নতুন রূপের ইউরোপা লিগে এ নিয়ে টানা দুই ম্যাচ ড্র করল ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি। নিজেদের প্রথম ম্যাচে ডাচ ক্লাব এফসি টোয়েন্টির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ইংলিশ জায়ান্টরা।

দো দ্রাগাও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সপ্তম মিনিটে মার্কাস র‌্যাশফোর্ড ম্যানইউকে এগিয়ে দেন। ২০ মিনিটে স্কোরলাইন দ্বিগুণ করেন ইনজুরি জটিলতা কাটিয়ে ফেরা ডেনমার্কের স্ট্রাইকার রাসমুস হয়লুন্ড।

২৭ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেপের গোলে ঘুরে দাঁড়ানোর মঞ্চ তৈরি করে এফসি পোর্তো। ৩৪ মিনিটে স্কোরলাইন ২-২ করেন স্যামুয়েল অমরোদিওন। বিরতির পর, ৫০ মিনিটে স্বাগতিক পোর্তোকে লিড এনে দিয়েছেন স্যামুয়েল অমরোদিওনই। হারের শঙ্কায় থাকা ম্যানইউর গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়ায় ব্রুনো ফার্নান্দেজের লালকার্ড। এ নিয়ে টানা দুই ম্যাচে মার্চিং অর্ডার পেলেন পর্তুগিজ এ মিডফিল্ডার। প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচেও লালকার্ড দেখেছিলেন তিনি। ম্যাচের যোগ করা সময়ে ম্যানইউকে হারের মুখ থেকে ফিরিয়ে আনে সেন্টারব্যাক হ্যারিও মাগুইয়ারের গোল।

ব্যর্থতার চোরাবালিতে আটকে থাকা ম্যানইউর কোচ এরিক টেন হ্যাগ এখনও সংশ্লিষ্টদের ধৈর্য ধরার কথাই বলছেন, ‘আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। অবশ্যই আমরা উন্নতি করব। গেল দুই মৌসুমে আমরা দুটি ফাইনাল খেলেছি। আমরা লড়াই জারি রাখতে চাই।’

ডাচ কোচ আরও বলেন, ‘এখনই আমাদের মূল্যায়ন করতে যাবেন না। মৌসুম শেষে আমাদের মূল্যায়ন করুন।’

ইউরোপা লিগে ইনাকি উইলিয়ামস ও ঐহাস সানসেটের গোলে অ্যাথলেটিক বিলবাও ২-০ ব্যবধানে হারিয়েছে ডাচ ক্লাব এজেড আলকমারকে। তুরস্কের ক্লাব বেসিকতাসকে ৩-১ গোলে হারিয়েছে জার্মান ক্লাব এইনথ্রাঙ্ক ফ্রাঙ্কফুর্ট। সুইডিশ ক্লাব এলফসবুর্গের কাছে ১-০ গোলে হেরেছে ইতালির এএস রোমা। এফসি টোয়েন্টির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফেনারবাচে। আগের ম্যাচে ম্যানইউর সঙ্গে ড্র করেছিল ডাচ ক্লাব এফসি টোয়েন্টি।

রেঞ্জার্সকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও। রোমানিয়ার ক্লাব এফসিএসবি ১০ জনের দল নিয়েও গ্রিসের পাওক থেসালোনিকি এফসিকে হারিয়েছে। চেক প্রজাতন্ত্রের ক্লাব ভিক্টোরিয়া প্লাজেন গোলশূন্য ড্র করেছে বেলজিয়ান ক্লাব লুডোগোরেটস রেজগার্ডের সঙ্গে।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।