রাজনীতি

‘রানা প্লাজার মালিক কীভাবে জামিন পেল?’

‘রানা প্লাজার মালিক কীভাবে জামিন পেল?’


বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, রানা প্লাজার মালিক রানা কীভাবে জামিন পায়? কেনে তাকে জামিন দেওয়া হলো এর জবাব আইন উপদেষ্টাকে দিতে হবে। দেশবাসী এ বিষয়ে জানতে চায়।

বুধবার (০২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণধিকার পরিষদ কর্তৃক আয়োজিত রানা প্লাজার মালিক রানার জামিনের প্রতিবাদে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, শামীম, আরিফ বিল্লাহ, আব্দুল্লাহ হোসাইন।

লায়ন মো. ফারুক রহমান বলেন, লাখ লাখ নেতাকর্মীর নামে মামলা। এই প্রেস ক্লাব চত্বরে পুলিশ আমাদের দাঁড়াতে দিত না। জীবনের চরম ঝুঁকি নিয়ে আমরা রাজপথে ছিলাম।

শরিফুল ইসলাম বলেন, আমরা ভুলে যাইনি সেই রানা প্লাজায় আটকে পড়া অসহায় শ্রমিকের আর্তনাদ। আমরা ভুলি নাই তাজরীন ফ্যাশনের অসহায় শ্রমিকের কান্না। যেই রানা প্লাজা ব্যবহারের অনুপযুক্ত বলে নোটিশ দিয়েছিলেন। জোর করে শ্রমিকদের প্রবেশ করতে বাধ্য করেছিল। রানা প্লাজাধসে হাজার হাজার পোষাক শ্রমিক জীবন দিয়েছিলেন ২০১৩ সালের ২৪ এপ্রিল।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।