জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে বের হয়ে, রাজনৈতিক গুণগত মান উন্নয়ন করতে হবে। কোনো ব্যক্তির অপকর্মের দায় দল কখনোই বহন করবে না।
বুধবার (২ অক্টোবর) বিকেলে ফেনী সদর উপজেলায় যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সারা দেশে জেলাভিত্তিক সাম্য ও মানবিক ন্যায়বিচারভিত্তিক সমাজ বিনির্মানের লক্ষ্যে তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন এস এম জিলানী।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, অবৈধ উপায়ে অর্জিত টাকার বিরিয়ানি না খেয়ে বৈধপথে হালাল উপার্জনে ডাল ভাত খাওয়াই আনেক তৃপ্তি।
কর্মিসভায় আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জেড আই কামাল ও সহসাধারণ সম্পাদক রাসেল খান।