সারাদেশ

দেড় কোটির বিদ্যুৎ বিল দাঁড়াল ১৬,৬২০ টাকায়

দেড় কোটির বিদ্যুৎ বিল দাঁড়াল ১৬,৬২০ টাকায়


নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের এক চাল কলের এক মাসে ১ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৩১১ টাকার বিদ্যুৎ বিল সংশোধন করে ১৬ হাজার ৬২০ টাকা করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১।

এ ঘটনায় বিলিং সহকারী জেসমিন আক্তার মেরিনাকে শোকজ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

বুধবার (২ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার (রাজস্ব) শাহ্ মো. মোস্তফা কামাল।

শাহ্ মো. মোস্তফা কামাল বলেন, বিলিং সহকারী বিল পোস্টিং করতে গিয়ে টাইপিংয়ে ভুল করেছেন। সেভাবেই প্রিন্ট হয়ে যায়। পরবর্তীতে বিল বিতরণকারী চেক না করে বিলটি গ্রাহকের কাছে পৌঁছে দেন। এমন ভুল আমাদের সাধারণত হয় না। তবে এই ভুলটাকে আমরা গুরুত্ব সহকারে দেখেছি। সংশোধিত বিল আজ গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বিলিং সহকারী জেসমিন আক্তার মেরিনাকে শোকজ করা হয়েছে। শোকজের জবাবের ভিত্তিতে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, চালকল হিসেবে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ থেকে বিদ্যুৎ সংযোগ গ্রহণ করলেও দেশের বৃহত্তম প্রধান ওষুধি গ্রাম লক্ষ্মীপুর খোলাবাড়িয়ার ভেষজ চাষিদের উৎপাদিত ভেষজ পণ্য প্রক্রিয়াজাতকরণ (গুড়া) করা হতো মো. জালাল উদ্দিন চালকলটিতে। গত এক বছরের হিসাব মতে, গড়ে প্রতিমাসে এই মিলে বিদ্যুৎ বিল আসতো ১৫ হাজার টাকা।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।