সারাদেশ

দীর্ঘ সাড়ে তিন বছর পর খুলল থানার প্রধান ফটক

দীর্ঘ সাড়ে তিন বছর পর খুলল থানার প্রধান ফটক


দীর্ঘ প্রায় তিন বছর সাত মাস পর খুলে দেওয়া হলো মাদারীপুরের কালকিনি থানার প্রধান ফটক।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে থানায় প্রবেশের মূল গেট খুলে দেওয়া হয়।

জানা যায়, গত ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কালকিনি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার জেরে কালকিনি থানা ঘেরাও করে একজন মেয়র প্রার্থীর সমর্থকরা। সেই থেকে বন্ধ ছিল কালকিনি থানায় প্রবেশের প্রধান ফটক। এরপর দীর্ঘদিন থানার জনবল সংকটসহ নানা অজুহাতে আর খোলা হয়নি মূল গেট। এতদিন থানায় প্রবেশের জন্য শুধু পূর্বপাশের একটি পকেট গেট খোলা ছিল। তবে বর্তমানে কালকিনি থানায় নতুন ওসি যোগদানের পর খুলে দেওয়া হয় থানায় প্রবেশের প্রধান ফটক। এতে খুশি থানায় সেবা নিতে আসা সাধারণ জনগণ ও এলাকাবাসী।

কালকিনি থানায় সেবা নিতে আসা শাকিল নামে এক যুবক বলেন, এতদিন থানায় সেবা নিতে পাশের একটি পকেট গেট দিয়ে আসতে হতো। বাইরে থেকে দেখলে মনে হতো থানা বন্ধ আছে। এখন মূল গেট খুলে দেওয়ায় থানার সৌন্দর্যও বৃদ্ধি পেয়েছে। মানুষ এখন সহজেই তাদের সমস্যা নিয়ে থানায় আসতে পারবে।

এ বিষয়ে কালকিনি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, থানা হচ্ছে সেবাপ্রত্যাশী জনগণের আশ্রয়স্থল। আমি কালকিনি থানায় যোগদান করে থানার মূল গেট বন্ধ দেখতে পাই। এ বিষয়ে তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত গেটটি খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করি। থানায় যাতে কোনো প্রকার ভোগান্তি ছাড়া জনগণ নির্দিধায় তাদের সমস্যা ও অভিযোগ জানাতে প্রবেশ করতে পারে তাই প্রধান ফটক খুলে দিয়েছি। বর্তমানে পুলিশ জনগণের সেবায় সদা প্রস্তুত রয়েছে। পুলিশের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে আমরা পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছি।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।