সারাদেশ

ত্রিশালে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন | শীঘ্রইবিডিনিউজ

ত্রিশালে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন | শীঘ্রইবিডিনিউজ


দীর্ঘদিন পর ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মেইন রোডের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। এ সড়কটি সংস্কারের মাধ্যমে দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে পৌরবাসীর।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন ইউএনও ও পৌরসভার প্রশাসক জুয়েল আহমেদ। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৮৯ লাখ টাকা ব্যয়ে এ সংস্কার কাজটি বাস্তবায়ন করবে মেসার্স প্রসাদ এন্টারপ্রাইজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, ত্রিশাল পৌরসভার সচিব নওশীন আহমেদ, ত্রিশাল পৌরসভার সহকারী প্রকৌশলী প্রদীপ কুমার দেবনাথ, উপসহকারী প্রকৌশলী মো. সানাউল্লাহ, পৌরসভার প্রধান সহকারী মোহাম্মদ এসহাক আলী, লাইসেন্স পরিদর্শক সাদেক আহমেদ প্রমুখ।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।