পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিল এবং ফরিদপুরে লালন আনন্দধামে হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
মঙ্গলবার (০১ অক্টোবর) এক বিবৃতিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী এ নিন্দা জানায়।
বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, এ দুটি ঘটনার সাথে জড়িত সবাই একই ধরনের সাম্প্রদায়িক, ধর্মান্ধ ভাবধারায় বিশ্বাসী।
অন্যদিকে অন্তর্বর্তী সরকারের পাঠ্যপুস্তক সংশোধন কমিটি বাতিলের নিন্দা জানিয়ে ১২২ নাগরিক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, যেভাবে একটি ধর্মীয় গোষ্ঠীর উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে সামজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত গণ-উষ্মাকে আমলে নিয়ে অন্তর্বর্তী সরকার পাঠ্যপুস্তক সংশোধনে গঠিত সমন্বয় কমিটি বাতিল ঘোষণা করেছে, তার মধ্য দিয়ে সরকার মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিশেষ গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করেছে।
সরকারের এই নতজানু নীতি গণআন্দোলনের আকাঙ্ক্ষার পরিপন্থি। শুধু তাই নয়, আমরা গণমাধ্যমে দেখেছি কমিটি প্রণয়নে সরকারি প্রজ্ঞাপন থাকার পরও বর্তমান শিক্ষা উপদেষ্টা এ কমিটি বাতিলের ব্যখ্যা দিতে গিয়ে ‘ভুল বোঝাবুঝি’ কথাটিকে উল্লেখ করছে। এ ধরনের আচরণের মধ্য দিয়ে বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের মূল সমস্যাকে এড়িয়ে যাওয়ার প্রবণতাই পরিলক্ষিত হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন গণবুদ্ধিজীবী আনু মুহাম্মদ, অধ্যাপক সলিমুল্লাহ খান, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোবাইদা নাসরীন প্রমুখ।