সারাদেশ

ডেপুটেশন বাতিলের দাবিতে নার্সদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা | শীঘ্রইবিডিনিউজ

ডেপুটেশন বাতিলের দাবিতে নার্সদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা | শীঘ্রইবিডিনিউজ


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা ডেপুটেশন বাতিলের দাবিতে দুদিন থেকে কর্মবিরতি পালন করছেন। এতে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা। অনেকে সেবা না পেয়ে ছুটছেন ঠাকুরগাঁও শহরে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা। এর আগে সোমবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করে নার্সরা। তাদের দাবি মেনে না নিলে কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান নার্সরা।

সেবা নিতে আসা রোগী রাকিব, সুহানা ও রাজু বলেন, আমরা যারা রোগীরা সেবা নিতে আসি সবাই জরুরি চিকিৎসার জন্য আসি। নার্সরা না থাকলে রোগীরা বিপদে পড়ে যাবে। তাই নার্সদের যদি যৌক্তিক দাবি করে, তাদের দাবি মেনে নেওয়া উচিত। যাতে তারা আবার আগের মতো রোগীদের সেবা দিতে পারে।

সিনিয়র স্টাফ নার্স পারভীন, রুবিনা ও হোসনে আরা বলেন, যে নার্সকে ডেপুটেশন দিয়ে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে সোমবার তার বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি ছিল। কিন্তু কাউকে অবগত না করেই উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তার কাছে ছাড়পত্র নিয়ে ডেপুটেশনে ঠাকুরগাঁও সদরে ডিউটি করছে। বর্তমানে আমাদের ৫ জন কম আছে। এভাবে সব নার্সদের ডেপুটেশনে নিয়ে গেলে রোগীদের সেবা দিতে ব্যাঘাত ঘটবে। আমাদের ডিউটি ভাগ করা আছে; হঠাৎ করে তিনি না আসায় তার ডিউটি কে পালন করবে। আমাদের ইনডোর-আউটডোর সবখানেই সেবা দিতে হয়। যারা ডেপুটেশনে গেছে তাদের হাসপাতালে ফিরিয়ে না দিলে আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের সুপারভাইজার লতিকা রানী দাস বলেন, বালিয়াডাঙ্গী উপজেলার পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) নিয়মিত অফিস করেন না। যেহেতু আমি সবার ডিউটি ভাগ করি আমাকে না বলেই তিনি বাসায় বসে ছাড়পত্র দিয়েছেন। আমার সঙ্গে কোনো পরামর্শই করেননি। এখন সব নার্সের দাবি ডেপুটেশনে যেসব নার্স গেছে তাদের ফিরিয়ে না আনা পর্যন্ত কর্মবিরতি দিয়ে যাবে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তারের সঙ্গে একাধিকার যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি।





Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।