বিনোদন

ঝুঁকি নিয়ে ঢাকায় কনসার্ট করল জাল

ঝুঁকি নিয়ে ঢাকায় কনসার্ট করল জাল


পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। ঢাকায় ১৪ বছর পর গাইতে এসেছে দলটি। গত শনিবার বিকেলে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে ব্যান্ডটিকে কেন্দ্র করে আয়োজিত ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামে কনসার্ট শুরুর পর বিশৃঙ্খলা দেখা দেয়। এতে মাঝপথে বন্ধ হয়ে যায় আয়োজন, যা বন্ধ ছিল প্রায় দেড় ঘণ্টা। এরপর সেনা হস্তক্ষেপে তা আবারও শুরু হয়।

কনসার্ট শুরুর পর ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক ঢুকে পড়ায় এমন বিশৃঙ্খলা হয়েছে বলে দেখা গেছে। একপর্যায়ে দর্শকের হৈচৈ বাড়তে থাকে। তখন মঞ্চে পারফর্ম করতে থাকা দল ‘ভাইকিংস’ গান গাওয়া বন্ধ করে দেয়। এরপর আবারও স্টেজে আসে ভাইকিংস। তবে এ সময়ের মাঝে রক্তপাতের মতো ঘটনাও ঘটে যায় কনসার্টস্থলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘কনক্লুশন’ ব্যান্ড স্টেজে গান পরিবেশনের সময় সিকিউরিটি গেট ভেঙে অনেকেই ভেতরে প্রবেশের চেষ্টা করায় উপস্থিত নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতি হয়। সে সময় অনেকের হাত, পাসহ শরীরের অনেক অংশ কেটে যাওয়ার খবর পাওয়া যায়।

এ ঘটনা ধীরে ধীরে আরও উত্তেজনার দিকে যাচ্ছে দেখে মঞ্চ ছাড়েন ভাইকিংস ব্যান্ডের সদস্যরা। তখন তারা মাত্রই শুরু করেছিলেন ‘নীল হবো’ গানটি। এর আগে ব্যান্ডটি পারফর্ম করে ‘জীবনের কোলাহল’, ‘দিন যত দুঃখ তত’, ‘ভালোবাসি যারে’, ‘ঈশ্বর’ প্রভৃতি গানে। ভাইকিংস ব্যান্ডের ২৭ বছর পূর্তিতে তাদের পরিবেশনায়ও ছিল ভিন্নতা। দীর্ঘদিন পর ভাইকিংসের সঙ্গে ‘ভালোবাসি যারে’ গানটিতে পারফর্ম করেন পপতারকা কানিজ সুবর্ণা।

এর আগে মঞ্চে উঠেছিল কনক্লুশন। ‘ওডিসি’, ‘পরিণীতা’, ‘সাজো তুমি’ প্রভৃতি গানে দর্শক মাতিয়েছে ব্যান্ডটি। ভেন্যুর একপাশে হট্টগোল চলছিল তখনো। শেষমেশ বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে না পেরে মঞ্চে ওঠেন যমুনা গ্রুপের ডিরেক্টর আলমগীর আলম। তিনি বলেন, ‘এই কনসার্ট ঢাকার পূর্বাচলে হওয়ার কথা ছিল।’

বিশৃঙ্খলায় প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্ট। এরপর সেনাবাহিনী এলে কনসার্টে শৃঙ্খলা ফেরে। আবারও শুরু হয় কনসার্ট। মঞ্চে ওঠে ব্যান্ড ‘অর্থহীন’। বেজবাবা সুমন যখন পারফর্ম করেন, পরিস্থিতি তখন নিয়ন্ত্রণে। ‘চাইতে পার ২’ দিয়ে শুরু ব্যান্ডটির। এ গানের সঙ্গে উন্মাদনায় ভাসে শ্রোতারা। একে একে ব্যান্ডটি পারফর্ম করে ‘তুমি ভরেছ এ মন’, ‘যদি কোনদিন’, ‘বিজয়ের গান’, ‘অসমাপ্ত’, ‘অমানুষ’, ‘এপিটাফ’ এবং সবশেষে ‘চাইতে পার’। দীর্ঘদিন পর মঞ্চে সুমনকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা। এ ছাড়া প্রথমবারের মতো অর্থহীনের সঙ্গে পারফর্ম করেন ব্যান্ডটির সঙ্গে দীর্ঘদিন ধরে থাকা গিটারিস্ট মাহান ফাহিম।

এ সময় কনসার্ট স্থান পরিদর্শন করে দেখা যায়, যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টের নিচ থেকে একদম শীর্ষতলা পর্যন্ত শ্রোতারা কনসার্ট উপভোগে অনিরাপদভাবে রেলিংয়ের সামনে দাঁড়িয়ে আছেন, যে কারণে দর্শকদের মৃত্যুঝুঁকি ছিল বলে আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। তবে এসব ঠেকাতে আয়োজকদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

জাল ও বাংলাদেশের অর্থহীনসহ কয়েকটি ব্যান্ডের গান শুনতে এদিন দুপুর থেকে অনুষ্ঠানস্থলে দর্শক-শ্রোতা বাড়তে থাকে। বিকেল ৫টার পর শুরু হওয়া এ কনসার্টে প্রথমে পারফর্ম করে ব্যান্ড ‘কনক্লুশন’। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শক বাড়তে বাড়তে হল ভরে ওঠে। তখন জায়গার সংকুলন হচ্ছিল না। কনসার্ট দেখার জন্য পর্যাপ্ত এলইডি স্ক্রিন ছিল না, এ ছাড়া গেট ভেঙে ঢোকার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শক বলেন, ‘আমরা টিকিট কেটে এসেছি, কিন্তু সামনের সারি ছাড়া কনসার্ট দেখা যাচ্ছে না। অনেকে টিকিট না কেটে দল নিয়ে গেট ভাঙচুর করে ভেতরে ঢুকেছে। আয়োজকদেরও অনেক অব্যবস্থাপনা আছে। এলইডি স্ক্রিন রাখেনি, স্টেজ উঁচুতে করেনি। বিশৃঙ্খলার কারণে গান শুনতে পারিনি।’

সবশেষে রাত ১০টা ৪০-এর দিকে মঞ্চে ওঠে পাকিস্তানি ব্যান্ড জাল। গওহর মুমতাজের সুরের মূর্ছনায় বুঁদ হন শ্রোতারা। ‘ও লামহে’, ‘লাইয়া লাইয়া’, ‘সাজনি’, ‘পানছি’, ‘ভানওয়ারে’ গানে একসঙ্গে গলা মেলায় তারা। এর মধ্যে কিছু ম্যাশআপ ছিল। এ ছাড়া একটি নতুন গানও প্রথমবারের মতো ঢাকার শ্রোতাদের শোনায় ব্যান্ডটি। তবে তাদের ‘আদাত’ গানটি পরিবেশনা শুরু হলে রাত বেশি হয়ে যাওয়ায় নেমে যেতে হয় তাদের। কনসার্ট শেষ হয় রাত ১১টা ৪০ মিনিটে।

কনসার্টটি আয়োজন করেছে অ্যাসেন, জির্কোনিয়াম ও ইন এফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্স। গেট সেট রকের ওয়েবসাইটে টিকিট বিক্রি করেছেন আয়োজকরা। সেখানে টিকিটের দাম নির্ধারণ করা হয় ৩ হাজার ৫০ টাকা।

এর আগে গত শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় শুরু হওয়ার কথা ছিল কনসার্ট ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’। তবে অতিবৃষ্টির কারণে কনসার্ট ভেন্যু ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় কনসার্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় আয়োজকরা। সেদিন রাতেই ভেন্যু পরিবর্তন করে কনসার্ট ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে কালবেলাকে নিশ্চিত করেন আয়োজকরা।

২০১০ সালে প্রথমবার ঢাকায় এসেছিল ‘জাল’। এরপর বাংলাদেশের আর কোনো কনসার্টে দেখা যায়নি তাদের।



Source link

Shares:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।